ইয়েমেনে ১৬০ জন হুথি বিদ্রোহী সৌদি আরব জোটের হামলায় নিহত হয়েছেন। গত শনিবার এএফপির খবরে বলা হয় ২৪ ঘণ্টায় ইয়েমেনের মারিব প্রদেশে এই প্রাণহানির ঘটনা ঘটে ।
ইয়েমেনে ১৬০ জন হুথি বিদ্রোহী সৌদি আরব জোটের জোটের নিহত হয়েছেন। গত শনিবার এএফপির খবরে বলা হয় ২৪ ঘণ্টায় ইয়েমেনের মারিব প্রদেশে এই প্রাণহানির ঘটনা ঘটে ।
জোটের এক কর্মকর্তার উদৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, আবদিয়া জেলায় ওই সময় ৩২টি হামলা করা হয়েছে। হামলায় ১১টি সামরিক যান বিধ্বস্ত ও ১৬০ হুথি বিদ্রোহী নিহত হয়েছেন ।
হুথি বিদ্রোহীরা হামলার ব্যাপারে কিছু না বলায় হতাহতের সঠিক সংখ্যা নিরুপন করা সম্ভব যায়নি বলে এএফপি জানিয়েছে ।
এছাড়া গত মাসেই মারিবে সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের সংঘর্ষে গত সপ্তাহে কমপক্ষে ১৪০ জন মারা যান।
ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা তেল ও গ্যাস সমৃদ্ধ মারিব শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে ফেব্রুয়ারি থেকে সরকারি বাহিনীর ওপর হামলা চালানো শুরু করে।