বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ভালোকাজের জন্য গিয়ে গনধর্ষনের শিকার হয়েছে বাংলাদেশী এক কিশোরী(১৭)। এ অভিযোগে দুই জন কে আটক করেছে ভারতীয় পুলিশ।
পুলিশ জানায় , বাংলাদেশের শরিয়তপুরের পুটিয়াকান্দি গ্রামের ওই কিশোরী কাজের সন্ধানে ভারতে আসে । ভারতে আসার জন্য সে যোগাযোগ করে বাগদার হরিহরপুরের বাসিন্দা শরিফুল মল্লিকের সাথে । এরপর ওই নাবালিকা বেআইনি ভাবে সীমান্ত পার হয়ে ভারতে যায় এবং বাগদার এক গ্রামে অবস্থান করতে থাকে।
এর বেশ কয়েকদিন পর গত বৃহস্পতিবার ওই গ্রামের অধিবাসীরা জানতে পারেন কয়েকজনে মিলে ওই কিশোরীকে গণধর্ষণ করছে। তারা ব্যাপারটি বাগদা পুলিশের কাছে জানান। থানায় অভিযুক্তরা হচ্ছে- মহাসিন বিশ্বাস (২৮) ও শরিফুল মল্লিক (৩৩) ।
ধর্ষিতার জবানবন্দী অনুযায়ী পুলিশ অভিযোগ দায়ের করে অভিযুক্ত দুই জন কে গ্রেফতার করে । গ্রেফতারকৃতদের শনিবার(১৬ অক্টোবর) বনগাঁ মহকুমা আদালত ৭ দিনের পুলিশি হেফাজতে দিয়েছে । সূত্র-আনন্দ বাজার