আফগানিস্তানে তালিবান সরকার সে দেশের পাঁচ টি প্রদেশে মেয়েদের লেখা-পড়ার অনুমতি দিয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে।
এই প্রদেশ গুলো হচ্ছে- উরুজগান, বালখ, কুন্দুজ, সামানগান ও জুযজান ।
আন্তর্জাতিক স্বীকৃতি পেতে তালেবান সরকারের প্রধান অন্ত্রায় মেয়েদের লেখা-পড়ার সুযোগ প্রদানের বিষয়টি। তালিবানের সাথে যোগাযোগ করছেন ইউনিসেফের উপপ্রধান উমর আবদি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেয়েদের পড়া-শোনার জন্য গঠনকাঠামো তৈরী করা হচ্ছে বলে তালিবান শিক্ষামন্ত্রী জানান। তিনি বলেন,আগামী দুই মাসের মধ্যে মেয়েরা স্কুলে যেতে পারবে।