যশোরের নওয়াপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। রোববার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান। প্রথমে নবনির্বাচিত মেয়র সুশান্ত কুমার দাস শান্তকে এবং পরে সকল নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদেও শপথ বাক্য পাঠ করান।
প্রকাশ্য, গত ২০ সেপ্টেম্বর নওয়াপাড়া পৌরসভার নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত।
কাউন্সিলর নির্বাচিত হন, ১নং ওয়ার্ডে তানভীর হোসেন তানু, ২নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ৩নং ওয়ার্ডে মো. তালিম হোসেন, ৪নং ওয়ার্ডে আব্দুস সালাম শেখ, ৫নং ওয়ার্ডে মিজানুর রহমান মোল্যা, ৬নং ওয়ার্ডে আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ৭নং ওয়ার্ডে রিজাবুল ফারাজী, ৮নং ওয়ার্ডে বিপুল শেখ ও ৯নং ওয়ার্ডে মিজানুর রহমান।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে রোকেয়া বেগম, ২নং ওয়ার্ডে শিরিনা খাতুন এবং ৩নং ওয়ার্ডে রাশেদা বেগম লিপি নির্বাচিত হন।