মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে উঠিয়ে নেয়া হয়েছে সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম। শুধুমাত্র মাস্ক পরিধান করে নামাজ পড়তে পারবেন আগত মুসল্লিরা কাধে কাঁধ মিলিয়ে।
করোনার কারনে দীর্ঘ দেড় বছরের ও বেশী সম্য পরে গত রোববার থেকে নতুন নিয়ম চালু হওয়ায় মুসলমান্দের পবিত্র মসজিদ দুটিতে অধিক সংখ্যক মুসল্লি পূর্বের ন্যায় জামাতে শরীক হয়ে নামাজ আদায় করতে পারছেন।
সৌদি আরবের হজ্ব ও ওমরাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় শনিবার এই নতুন নির্দেশনা জারি করেন।
মন্ত্রনালয় প্রচারিত বিজ্ঞপ্তি মোতাবেক বিদেশি ওমরাহ পালনকারিরা বাসে অথবা ব্যাক্তিগত গাড়িতে সম্পূর্ণ আসন ব্যবহার করতে পারবেন এবং হোটেলে এক কক্ষে ২ জন থাকতে পারবেন। এছাড়া ওমরাহ যাত্রীরা উন্মুক্ত স্থানে মাস্ক ছাড়া চলাচল করতে পারবেন।
মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে পরিপূর্ণ মুসল্লি প্রবেশ করতে পারলেও সেখানে কর্মরত কর্মো ও পরিদর্শনকারীদের অবশ্যই সর্বদা মাস্ক পরিধান করতে হবে।
নতুন নিয়মের বপর গত রোববার থেকেই লোকজন সারি বেঁধে আগের মতো নামাজ আদায় করছেন।
এদিকে, নামাজ, জিয়ারত ,ওমরাহ করতে আগের মতো কোম্পানি থেকে অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। করোনা টিকার পূর্ণ ডোজ নেয়া এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউই নির্ধারিত স্থানে যেতে পারবেন না।