মঙ্গলবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে তুরস্কে ভূমিকম্প হয়েছে। তুরস্কের ভূমধ্যসাগরীয় এলাকায় রিখটার স্কেল অনুযায়ী ৬ মাত্রার ভূমিকম্প হয়।
ভূমিকম্পে ক্ষয়-ক্ষতি ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বার্তাসংস্থা রয়টার্স স্থানীয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে এ খবর জানিয়েছে ।
দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএএফএডি) জানিয়েছে, আন্তালিয়ার কাস জেলায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল । ৬ মাত্রার এ ভূমিকম্পের সাড়ে ২৩ মেইল গভীরতা ছিল।