যুক্তরাষ্ট্রের টেক্সাসে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে বিমানের সকল আরোহী অক্ষত রয়েছেন । আগুন ধরে যাওয়ার আগেই তারা নিরাপদে বিধ্বস্ত বিমান থেকে বের হতে সক্ষম হন । সিএনএন
মঙ্গলবার (১৯ অক্টোবর) হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে বোস্টনগামী তিনজন ক্রু ও ২১ জন যাত্রী নিয়ে দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি উড্ডয়নের একটু পরপরই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত স্থানে গাছপালা ও ঝোপঝাড় থাকায় আরোহীরা সকলেই অক্ষত ছিলেন। আরোহিদের মধ্যে মাত্র ২ জন সামান্য আহত হন। সিএনএন জেমস অ্যালান কেন্ট নামে এক ব্যক্তি চাটার্ড ওই বিমানের মালিক । তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।