ইরান বিশ্বের সেরা পাঁচ জন মুসলিম বিজ্ঞানীকে মুস্তফা(সাঃ) পুরস্কার প্রদান করেছে। এই বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন বাংলাদেশী পদার্থ বিজ্ঞানী ডঃ এম,এ,জাহিদ হাসান ।
পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানীরা হচ্ছেন- ডঃ এম,এ,জাহিদ হাসান(বাংলাদেশ),কামরান ওয়াফা(ইরান),মুহাম্মাদ ইকবাল চৌধুরী(পাকিস্তান), ইয়াহিয়া তিয়ালাতি(মরক্কো), মুহাম্মাদ সানেগ( লেবানন) ।
প্রত্যেক বিজ্ঞানীকে সাড়ে চার কোটি টাকা এবং একটি ক্রেস্ট পুরস্কার দেয়া হয়।
প্রত্যেককে পুরস্কার হিসেবে বাংলাদেশি মুদ্রায় সাড়ে চার কোটি টাকা এবং একটি করে ক্রেস্ট দেওয়া হয়েছে।
শুক্রবার তেহরানে ঈদে মিলাদুন্নবী (সা.) ইসলামী ঐক্য সপ্তাহে আয়োজিত এক অনুষ্ঠানে মুস্তফা (সা.) বিজ্ঞান ও প্রযুক্তি ফাউন্ডেশন বিজ্ঞানীদের এই পুরস্কার প্রদান করেন।
ইরানের এই প্রতিষ্ঠান প্রতি দুই বছর বিশ্বের সেরা মুসলিম বিজ্ঞানী ও গবেষকদের এই পুরস্কার প্রদান করে আসছে।
এবারের পুরস্কার পাওয়া দুই পদার্থ বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলাদেশী বিজ্ঞানী ডঃ জাহিদ হাসান ও হার্ভার্ড বিশ্ববিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইরানের কামরান ওয়াফা প্রবাসী কোঁটায় পুরস্কৃত হয়েছেন।
এর আগে জর্ডান, সিঙ্গাপুর, ইরান ও তুরস্কের ৯ জন মুসলিম বিজ্ঞানীকে তিন দফায় পুরস্কার দেওয়া হয়েছে। প্রেসটিভি