বাঘারপাড়ার জহুরপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টুকে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করে নিয়েছে। এসময় সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারীকেও ফুল দিয়ে বরণ করা হয়।রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় খাজুরার এক তেলপাম্পের মাঠে তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন উচ্ছ্বাসিত নেতাকর্মীরা।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহোযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলের সভাপতি ওপ্রধানমন্ত্রী,জেলা,উপজেলা নেতৃবৃন্দকেযোগ্য প্রার্থীকে দলের প্রার্থী বাছাই করার ধন্যবাদ জানান।গতকাল সন্ধায় বীমানযোগে ঢাকা থেকে সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী কে সাথে নিয়ে যশোর এসে পৌছান দলীয়প্রার্থী আসাদুজ্জামান মিন্টু। এরপরে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দেয়ার সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রবীণ নেতা আবু তাহের, বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নাজিম আল কিরা, সোবহান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক শোয়াইব হোসেন প্রমুখ।