তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ সদস্য পদে ৩৪৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৪ জনসহ মোট ৫১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জহুরপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বদর উদ্দিন মোল্যা, আলমগীর হোসেন, কাজী মিরাজুল ইসলাম, আবু তালেব, কাজী মনিরুজ্জামান, আজিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ রকিবুল ইসলাম, জাকের পার্টির রফিকুল ইসলাম। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বন্দবিলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সনজীত কুমার বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল, কাজী কামরুল ইসলাম, মাসুম রেজা, জিয়াউর রহমান, সাইফুজ্জামান চৌধুরি (ভোলা), মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনিচুর রহমান, জাকের পার্টির আবু বক্কার, ওয়ার্কাস পার্টির বর্তমান চেয়ারম্যান সবদুল হোসেন খান। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রায়পুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, সাবেক চেয়ারম্যান জহুরুল হক, সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম রেজা বাদশা, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হাসান, জাকের পার্টির আবুল কাশেম। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
নারিকেলবাড়িয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বাবলু কুমার সাহা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল ওয়াদুদ খান, জাকের পার্টির জমির উদ্দিন মোল্যা। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
ধলগ্রাম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী রবিউল ইসলাম রবি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আতিয়ার সরদার। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
দোহাকুলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অরুণ কুমার অধিকারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল কুদ্দুস, জাকের পার্টির নূর জালাল। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বাসুয়াড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আমিনুর রহমান সরদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ সরদার, সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান, হাফিজুর রহমান, মিজানুর রহমান। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জামদিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আরিফুল ইসলাম তিব্বত, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীর আলম, সেলিম রেজা, আসলাম হোসেন, সাইফুল ইসলাম, শামীম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাইরুল ইসলাম মিঠু, ওয়ার্কাস পার্টির মোস্তাফিজুর রহমান লাল। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
দরাজহাট ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, মোহাম্মাদ আলী, জেলা পরিষদ সদস্য ইকবাল হোসেন, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা ফুলমিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান, জাকের পার্টির ওমর আলী। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, এ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।