আগামী ২৮ নভেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে এই ইউনিয়নে বাবা ও ছেলে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন।
নির্বাচনে বাবা মোঃ রশিদুল ইসলাম চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে এবং তার পুত্র মো. রাফসান জানি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুলের কাছে মনোনয়ন জমা দেন।
জানা গেছে, রাধানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবা রশিদুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পুত্র রাফসান জানি একজন সাধারণ ব্যবসায়ী ।
এদিকে বাবা ছেলে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ায় রাধানগড় ইউনিয়নবাসীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ ধারণা করছেন মনোনয়ন বাতিলের আশঙ্কায় বাবা ছেলে মনোনয়ন জমা দেন।
বাবা রশিদুল ইসলাম বলেন যথাসময়ে আমার ছেলে মনোনয়ন প্রত্যাহার করে নিবেন। এ নিয়ে পরিবারের মাঝে কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান তিনি।