1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বাঘারপাড়ায় ৬ মনোনয়নপত্র বাতিল - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তেলেঙ্গানায় কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪ যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে তিনজন নিহত ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কুড়িগ্রামে তীব্র তাপদাহে মরছে মুরগি, লোকসানে খামারি কুড়িগ্রামে শতবর্ষী কড়ই গাছের ভেতরে অলৌকিক আগুন,নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা জুলাই বিক্রি করিনি-পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদ খান গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী

বাঘারপাড়ায় ৬ মনোনয়নপত্র বাতিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫২৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ায় মনোনয়নপত্র বাছাইয়ে চেয়ারম্যানসহ ৫০৫ জনের প্রার্থীতা বৈধ, বাতিল ৬
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঘারপাড়ার ৯ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫৭ জন, সাধারণ সদস্য পদে ৩৪৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৪ জনসহ মোট ৫০৫ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাইয়ের শেষে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে ।

এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার চেয়ারম্যান পদে ৫৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৪ ও সাধারণ সদস্য পদে ৩৪৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম রেজা বাদশা’র দাখিলকৃত মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া দোহাকুলা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ডে জাহিদুর রহমান, ৫নং ওয়ার্ডের নুরুল হক, ৭নং ওয়ার্ডের মহাসিন রেজার বয়স কম থাকা, বাসুয়াড়ি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ঋণ খেলাপির দায়ে ২নং ওয়ার্ডের গোলাম মোস্তফা ও ৫নং ওয়ার্ডের শহিদুল ইসলামসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়।

বাঘারপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা খানম জানান, ঋণ খেলাপি ও প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় এক চেয়ারম্যানসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৪ নভেম্বর ছিলো তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন। আগামী ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং ২৮ নভেম্ববর ভোট গ্রহণ হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews