নিজের বন্ধুকে হত্যাকরে বন্ধুর কাটা মুন্ডু নিয়ে মিসরের রাস্তায় হাটা-হাটি করার সময় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বর্বরতম এ ঘটনা ঘটে সুয়েজ খালের পাশের শহর ইসমাইলিয়ায় । টানা ৪০ মিনিট ধরে এভাবে বন্ধুর কাটা মুন্ডু নিয়ে হাটাহাটির একপর্যায়ে খবর চলে যায় পুলিশের কাছে। খুব দ্রুতই পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
মঙ্গলবার পুলিশ আটকের পরে ওই যুবককে জিঞ্জাসাবাদ করেছে। পরে পুলিশ আদালতে পাঠিয়ে অধিক তদন্তের জন্য রিমান্ড চাইলে আদালত ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
আটক ওই যুবক পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করে পুলিশ কে জানায়, নিজের মা ও বোনকে যৌন নির্যাতন করার অপরাধে নিজে বন্ধুর মাথা কেটে হত্যা করেছে ।
বন্ধুকে হত্যার পর এক হাতে কাটা মাথা আর অন্য হাতে বড় একটি ছুরি নিয়ে রাস্তায় প্রকাশ্যে হাটাহাটি করতে দেখে পথচারীরা ভয়ে চিৎকার করতে করতে দ্বিগিদ্বিগ ছুটাছুটি করতে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভয়াবহ ছবি ভাইরাল হওয়ার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, ঘাতক ওই যুবক মানসিকভাবে অসুস্থ। তিনি আগেও মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। আরব নিউজ