ভারতের ছত্তিশগড়ের এক পুলিশ ক্যাম্পে পুলিশ সদস্যের গুলিতে চার পুলিশ সদস্য নিহত হয়েছে।
সোমবার ভোর বেলায় সেখানের সুকমার মারাইগুড়া পুলিশ ক্যাম্পে ঘটনাটি ঘটে ।
ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ সূত্রে জানা গেছে , পুলিশের এক সদস্য হঠাৎ করে এলোপাতাড়ি গুলি ছুড়লে রিজার্ভ পুলিশের ৩ সদস্য নিহত হয়। অন্যদিকে চারজনের মৃত্যুর খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস ও এশিয়া নেট নিউজ ।
হিন্দুস্তান টাইমসের খবরে প্রকাশ হয়েছে এক জওয়ান তার একে-৪৭ রাইফেল দিয়ে অতর্কিতে সহকর্মীদের ওপর গুলি চালালে ৪ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়। অভিযুক্ত জওয়ানকে ঘটনার পর আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
পুলিশের আইজি (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি বলেন, রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিঃ মিঃ দূরে লিঙ্গামপল্লি গ্রামে সিআরপিএফের ৫০তম ব্যাটালিয়নের ক্যাম্পে ঘটনাটি ঘটে।