বুধবার( ১১ নভেম্বর) বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, যারা আওয়ামীলীগ করে শেখ হাসিনার নির্দেশ মানবেন না এটা হবেনা।
তিনি বলেন, দলের হাইকমান্ডের কঠোর নির্দেশনার পরও থেমে নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চক্রান্ত—কারীরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। দলের সিদ্ধান্ত না মেনে যারা নৌকার বিপক্ষে কাজ করবে,পরবর্তীতে তাদের ব্যাপারে দলীয়ভাবে কঠিন শাস্তির ব্যাবস্থা করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক সাংসদ এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিযয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ আসাদুজ্জামান মিঠু।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদুল হাসান সুমন, ইব্রাহিম হোসেন , পুলক ঘোষ প্রমুখ।
এছাড়া বর্ধিত সভায় উপস্থিত ছিলেন নয়টি ইউনিয়নে আওয়ামীলীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা।