এবার ভারতের রাষ্ট্রীয় পুরষ্কার পদ্মবিভূষণ,পদ্মভূষণ ও পদ্মশ্রী জিতেছেন আট মুসলিম গুণী ব্যাক্তি। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৩ জন । মোট ১১৯ জন গুণী ব্যাক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার কারনে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত ৯ নভেম্বর তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেন।
পদক প্রাপ্ত মুসলমান গুণী ব্যাক্তিরা হচ্ছেন- মরহুম মাওলানা ওয়াহিদ উদ্দিন খান ( পদ্মবিভূষণ ), শিয়া পণ্ডিত মরহুম মাওলানা কালবে সাদিক ( পদ্মভূষণ ), আলি মানিকফান ( পদ্মশ্রী ) , গোলাম রাসুল ( পদ্মশ্রী ) , লাখা খান ( পদ্মশ্রী ), সানজিদা খাতুন ( পদ্মশ্রী ), কর্নেল কাজী সাজ্জাদ আলি জহির ( পদ্মশ্রী ) ।