মৃত ছেলের মরদেহের পাশে টানা তিন ধরে পড়ে ছিলেন ৯৫ বছর বয়সী অসুস্থ এক মা। ভারতের কুচবিহার জেলায় ঘটনাটি ঘটেছে।
পরিবার সূত্রে জানা গেছে, ওই মা তার ছেলের সাথেই বসবাস করতেন। মৃত বিশ্বজিৎ আচার্য (৪৮) নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি কুচবিহার পৌরসভার পাম্প অপারেটর হিসেবে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন। গত তিন ধরে বিশ্বজিৎ কে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি তার বোন কে জানালে তিনি স্বামীসহ বাপের বাড়ি এসে ডাক-চিৎকার করলেও কেউ সাড়া না নেয়ায় তিনি পুলিশে খবর দেন।
খবর পেয়ে শনিবার কোতয়ালি থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে বিছানায় পঁচা গন্ধযুক্ত পচন ধরা বিশ্বজিতের মরদেহ উদ্ধার করেন। মরদেহের পাশেই শুয়েছিলেন অসুস্থ ৯৫ বছরের মা।