স্কুলে পবিত্র কোরান শিক্ষা না দেয়ার কারনে পাকিস্তানে দু’টি বেসরকারি স্কুল কে স্থানীয় শিক্ষা বিভাগ সিলগালা করে দিয়েছে।
সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা গেছে, লাহোর উচ্চ আদালতের রায় অনুযায়ী বিভিন্ন স্কুলে বিচারকরা নজরদারি করছেন। স্কুলগুলোতে বাধ্যতামূলক কোরান শিক্ষা কতটুকু হচ্ছে তা পর্যবেক্ষনের জন্য উচ্চ আদালতের রায় অনুযায়ী জেলা ও দায়রা আদালতের বিচারকদের নিয়োজিত করা হয়েছে।
এদিকে স্কুল শিক্ষা দফতরের নির্দেশ মেনে গ্রেড -১ এর পড়ুয়াদের জন্য কোরানি কায়দা শেখানো বাধ্যতামূলক। গ্রেড-২ পড়ুয়াদের জন্য ১ ও ২ নম্বর প্যারা পড়ানোও বাধ্যতামূলক। গ্রেড-৩ পড়ুয়াদের জন্য ৪-৮ নম্বর প্যারা শেখানোর কথা বলা হয়েছে। গ্রেড-৬ এর পর থেকে পবিত্র কোরান ও তার অনুবাদ পড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা দফতরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জাফর খান সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে কোরান পড়া বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন। না হলে ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কোথাও এই নির্দেশের অমান্য করা হচ্ছে কিনা তা জানতে বিভিন্ন স্কুলে পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়। সুত্র- হিন্দুস্তান টাইম বাংলা