এবার ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই সতীন।
ভোটারদের কৌতুক সৃষ্টিকারি ঘটনাটি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে এ ইউপির ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
জানা গেছে, উপজেলার চন্দ্রখানা বুদারবান্নি গ্রামের ফজলু মিয়া ওরফে ফজু কসাইয়ের তিন স্ত্রীর মধ্যে নির্বাচনে প্রথম স্ত্রী আঙুর বেগম কলম এবং তৃতীয় স্ত্রী জাহানারা বেগম তালগাছ প্রতীক নিয়ে এবারে সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আঙুর বেগম পেয়েছেন কলম প্রতীক এবং জাহানারার তালগাছ। স্বামী ফজলু মিয়া দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমকে সাথে নিয়ে মাঠে নেমেছেন প্রথম স্ত্রীর পক্ষে প্রচারণায় নামলেও তৃতীয় স্ত্রী জাহানারা বেগম একাই প্রচার প্রচারণা চালাচ্ছেন।