দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাওয়া প্রার্থীর বিপক্ষে নির্বাচনে নামা ২৪ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে আওয়ামী লীগ। এর আগে তাদের দলীয় শৃংখলা ভংগের অভিযোগে শোকজ করে সন্তোষজনক জবাব না পাওয়ায় তাদের বহিস্কার করা হয়।
যাদের বহিস্কার করা হয়েছে- জেডএ জিন্নাহ ও মো. আলাউদ্দিন ( কেরানীগঞ্জ ), মো. আওলাদ হোসেন হাওলাদার ( মুন্সীগঞ্জ ) , জাহিদুল ইসলাম জাবেদ ( গাইবান্ধা ), সৈয়দ বদিরুল আহসান সেলিম ( গাইবান্ধা ),জহুরুল হক সরদার(গাইবান্ধা ),জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা ( গাইবান্ধা ), দুর্লভ চন্দ্র মণ্ডল ( গাইবান্ধা ),মনজু মিয়া (গাইবান্ধা ), আতিউর রহমান নবাব( রাজবাড়ী), বদর উদ্দিন সরদার ( রাজবাড়ী), রফিকুজ্জামান ( রাজবাড়ী), শহিদুজ্জামান মোল্লা সাগর ( রাজবাড়ী), গোলাম সরোয়ার ( রাজবাড়ী) , আহম্মদ আলী ( রাজবাড়ী), ইউসুফ হোসেন মাস্টার ( রাজবাড়ী), মিজানুর রহমান মজনু (রাজবাড়ী), আবুল কালাম মৃধা ( রাজবাড়ী), সিরাজুদ্দৌলাহ তালুকদার দুলাল( রাঙ্গুনিয়া), এনামুল হক মিয়া ( রাঙ্গুনিয়া ), রফিকুল ইসলাম তালুকদার ( রাঙ্গুনিয়া ), শফিউল আলম ( রাঙ্গুনিয়া ) ।