1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বস্তিতে নেই নৌকার প্রার্থীরা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা শেখ হাসিনার প্রতীকী ফাঁসি: এক বছরে বিচার শেষের আহ্বান জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনিসুল, স্বপদে বহিষ্কৃতরাও নিরাপত্তাহীনতায় পুড়ছে শ্রমিকের জীবন: তামিশনা গ্রুপে ছয় মাসে পাঁচ দুর্ঘটনা ফেনীর সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার দৌলতপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা পিটার হাসের সঙ্গে বৈঠক হয়নি: এনসিপির নাসিরউদ্দীন পাটোয়ারী শেখ পরিবারকে ‘চোর-ডাকাত’ বললেন জামায়াতের শামীম সাঈদী জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ জামায়াত ভণ্ড ইসলামী পার্টি: ফটিকছড়িতে হেফাজত আমিরের বিস্ফোরক মন্তব্য

বাঘারপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বস্তিতে নেই নৌকার প্রার্থীরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৫৬৮ জন খবরটি পড়েছেন

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে যশোরের বাঘারপাড়ার ৯ টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচন কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে  বাঘারপাড়ার জনপদ । নির্বাচন কে কেন্দ্র করে ঘটছে হামলা-মামলার ঘটনা । এ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়াকে কেন্দ্র করে শুরুতেই টানাপোড়েন দেখা দেয় তৃণমূলে । চরম অস্থিরতার মধ্য দিয়ে বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বিদ্রোহী প্রার্থী থাকার  ফলে চিন্তার ভাজ পড়েছে অনেক প্রার্থী ও তাদের সমর্থকদের কপালে।

যশোর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ নৌকা প্রতীক পাওয়া নয় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে আলোচনার আয়োজন করলেও সাড়া দেননি বিদ্রোহী প্রার্থীরা। দলীয় এসভায় দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা গ্রহনের কথা বলা হলেও সেটি কোনো কাজে আসেনি। তবে দলীয় শৃংখলা ভঙ্গ করে নৌকা প্রতীকের বিরুদ্ধে ভোটে নামা ১৪ জন প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান আলী ।

খোঁজ নিয়ে জেনেছি, উপজেলার  রায়পুর ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন। রাজাকার পুত্রের অভিযোগে তার মনোনয়ন বাতিলে মানববন্ধনসহ আন্দোলনে নামেন মুক্তিযোদ্ধারা। এখানে তার বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন বার বার নির্বাচিত চেয়ারম্যান ও  আওয়ামী লীগ নেতা মঞ্জুর রশীদ স্বপন ।

নারিকেলবাড়িয়া ইউনিয়নে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাব্লু কুমার সাহা। এর আগেও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে যান তার বিপক্ষে নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা তাঁতি লীগের সভাপতি আবুতাহের আবুল সরদার।  এখানে ইতোমধ্যেই দু’বার স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুরের ঘটনা ঘটেছে  ।

জহুরপুর ইউনিয়নে আওয়ামীলীগের মননয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন নতুন মুখের ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু। তরুণ এই প্রার্থীর  বিপক্ষে লড়ছেন দু’জন বিদ্রোহী প্রার্থী। এরা হচ্ছেন মোটরসাইকেল প্রতীকের উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন মোল্যা এবং ঘোড়া প্রতীকের উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার দিনেই এ ইউপিতে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় তখন আহত বিদ্রোহী প্রার্থী বদর উদ্দিন মোল্যা ১৬ জনের নামে মামলা করেন।  

বন্দবিলা ইউনিয়নে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ইউনিয়ন যুবলীগ নেতা  সনজিত বিশ্বাস। তার বিরুদ্ধে ঢোল প্রতীক নিয়ে নির্বাচন করছেন খাজুরা ওয়ার্ড  আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জয় এবং আওয়ামী লীগ নেতা মাসুম রেজা খান নির্বাচনে নেমেছেন ঘোড়া প্রতীক নিয়ে।  

ধলগ্রাম ইউনিয়নে মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম। এ ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার।

বাসুয়াড়ী ইউনিয়নে নৌকা পেয়ে এবারোও মাঠে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান সরদার । এখানে তার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবু সাইদ সরদার এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান।

দরাজহাট ইউনিয়নে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করছেন  ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন। তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী  লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য ইকবাল হোসেন, মোটোরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আয়ূব হোসেন বাবলু, আনারস  প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোহম্মাদ আলী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেবিল ফ্যান নিয়ে নির্বাচন করছেন।

দোহাকুলা ইউনিয়নে দলীয় প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করছেন চার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ওয়াহিদুর রহমান আবু মোতালেব সরদার। এখানে বিদ্রোহী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অরুন  কুমার অধিকারী আনারস প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন ।  

উপজেলার একমাত্র ইউনিয়ন জামদিয়ায় নৌকা প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম তিব্বতের বিপক্ষে মনোনয়ন জমা দেয়া তিনজন প্রার্থীর সকলেই তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় এখানে কোনো বিদ্রোহী প্রার্থী নেই।

উপজেলার ৮ টি ইউনিয়নেই বিদ্রোহী প্রার্থী থাকায় স্বস্তিহীন অবস্থার মধ্যে নির্বাচনী মাঠে লড়াই করছেন দলীয় প্রার্থীরা। খোঁজ-খবরে নিয়ে জানা গেছে, বিদ্রোহী প্রার্থীর পক্ষে অনেক নেতা-কর্মী প্রকাশ্যে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করছেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বলেছেন, খুব তাড়াতাড়ি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকা প্র্তীকের বিপক্ষে যারা অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া  হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews