জামালপুর জেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন চাচা-ভাতিজা । চাচা-ভাতিজার নির্বাচনী লড়াইয়ে ভোটারসহ এলাকাবাসীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে। ঘটনাটি এখন ভোটার এলাকার মুখ্য আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
জেলার ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী চাচা-ভাতিজা দুজনেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, চেয়ারম্যান পদে চাচা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন নৌকা প্রতীক এবং তার ভাতিজা মোস্তাফিজুর রহমান কমল আনারস প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনের দিন এগিয়ে আসছে আর চাচা-ভাতিজার লড়াই জমে উঠছে। চাচা-ভাতিজা দুজনেই নির্বাচনে জিততে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ।