বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুরা বাজারে রাতে নির্বাচনী সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন।
আহতরা হচ্ছেন- ১। মোঃ লিকু(৩০), পিতা-হাবিবুর রহমান, ২। দেলোয়ার(২৫), পিতা-মোঃ ইসমাইল, ৩। শাহিন রেজা, পিতা-তবিবুর রহমান, ৪। ইদ্রিস আলী, সোলায়মান হোসেন, সর্ব সাং-ভাঙ্গুরা, ৫। রনি(২২), পিতা-মিজানুর রহমান ।
স্থানীয়রা জানান আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী নৌকার প্রার্থী মোঃ আরিফুর রহমান তিব্বতকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মিটিং করছিলেন।
এসময় অতর্কিতে বিএনপির মেম্বার প্রার্থী ১.মোঃ সোলায়মান, পিতা-মনিরউদ্দিন সরদার, সহ ২.মোঃ মিলন,পিতা মৃত ফসিয়ার বিশ্বাস, ৩.মুরাদ, ৪.নাজমুল, ৫.মুকুল সর্ব পিতা-সিরাজমন্ডল, সাং-ভাঙ্গুরা, থানা-বাঘারপাড়া, জেলা-যশোরসহ অজ্ঞাত নামা ৩০-৪০ জন আওয়ামীলীগের মিটিংয়ের লোকজনের ওপর দেশীয় অস্ত্রসহ আক্রমন হামলা করে। তাদের হামলায় ওই ৫ জন গুরুতর আহত হয়েছেন । স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট্য সদর হাসপাতালে পাঠান।
খবর পেয়ে চাড়াভিটা বাজারে মাইকে ঘোষনা দিয়ে কয়েকশ লোক জড়ো হয়।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, সেখানে পুলিশ মোতায়েন করার পরে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।