করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু ) ।
নতুন এই ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু ) ভ্রমন নিষেধাজ্ঞার দেয়ার অনুরোধ করেছে।
স্বাস্থ্য সংস্থাটী বলছে, এই ভ্যারিয়েন্টে প্রচুর পরিমাণ মিউটেশন রয়েছে এবং এর মধ্যে মিউটেশনের কিছু উদ্বেগজনক বৈশিষ্ট্য রয়েছে। ওমিক্রনের তীব্রতা, সংক্রমণযোগ্যতা এবং বৈশিষ্ট্যগুলো আরো ভালোভাবে বোঝার জন্য দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশে গবেষণা চলছে।
হু আরো বলেছে, বর্তমান টিকাগুলো ওমিক্রন ধরনের বিরুদ্ধে কতটা কার্যকর তা নির্ধারণ করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া এই ধরণটি পরে বেলজিয়াম, ইসরায়েল, বতসোয়ানা এবং হংকংয়ে শনাক্ত হয়েছে। ইউরোপিয় ইউনিয়ন এবং ইউকে দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশের ভ্রমণকারীদের ওপর বিধি-নিষেধ দিয়েছে।