উপজেলার দোহাকুলা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ৫ বার নির্বাচিত চেয়ারম্যান অহিদুর রহমান আবু মোতালেবের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত না মেনে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করতে যাওয়া অরুণ অধিকারী শেষ মুহুর্থে আজ যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার প্রররথীতা প্রতযাহার করে নেয়ায় আবু মোতালেব বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
এর আগে গতকাল উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান সরদার তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় সেখানে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন নৌকার রবিউল ইসলাম রবি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ যশোর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাবেক এমপি মনিরুল ইসলাম ।