অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের ৫নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, নওয়াপাড়া পৌর সভাব মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য লাইলা খাতুন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা।
এসময় আরও বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক মেহেদি হাসান রাজন, যুগ্ম আহ্বায়ক খন্দকার আল ইমরান, মামুন আর রশিদ, শেখ সুমন প্রমুখ পরে ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে বাবু বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে রাজিব মোল্যাকে মনোনিত করা হয়।