ভারতে প্রথমবারের মতো করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছে। দুজনই দেশটির কর্ণাটকের বাসিন্দা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উভয় আক্রান্ত ব্যক্তি কর্ণাটক রাজ্যে শনাক্ত হয়েছেন। তারা পুরুষ এবং বয়স ৬৬ ও ৪৬ বছর। আক্রান্ত দুই ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত এবং পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। গোপনীয়তা রক্ষার স্বার্থে আক্রান্ত দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল আগারওয়াল।
নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন গত ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়। এরই মধ্যে ভাইরাস টি ভারতসহ এটি অন্তত ২৫টি দেশে শনাক্ত হয়েছে।