তুর্কি টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে এক জনসভায় শনিবার এরদোগানের ভাষণ দেওয়ার কথা ছিলো। কিন্তু জনসভার স্থলে পুলিশের একটি গাড়ির নিচে বোমা পাওয়া যায়।
তুর্কি গণমাধ্যম জানিয়েছে, সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ আগে বোমাটি পাওয়া গেছে।
টিআরটি নিউজ জানায়, তুর্কি পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এটিকে নিষ্ক্রিয় করে।
ফরেনসিক টিম আঙুলের ছাপের জন্য বিস্ফোরক ডিভাইস ও পুলিশের গাড়ি স্ক্যান করেছে। এছাড়া অপরাধীকে খুঁজে বের করতে তদন্তও শুরু হয়েছে বলে জানা গেছে।
ইরান প্রেসের তথ্য মতে, ডলারের বিপরীতে দেশটির জাতীয় মুদ্রার মূল্য হ্রাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট সাম্প্রতিক দিনগুলোতে তুরস্কের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তুলেছে।