মালয়েশিয়ার সমুদ্র উপকূলে বিদেশগমনেচ্ছু যাত্রীবাহী একটি নৌকা ডুবে ১০ জন নিহত ও ৪৬ জন নিখোঁজ হয়েছে। এসময় ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির জহুর বারু প্রদেশের কোতা তিংগির তানজুং বালাউয়ের সুমুদ্র উপকূলে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে নৌকাডুবির ঘটনাটি ঘটে । নৌকাটি ডুবির কারন তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এছাড়া উদ্ধারকারী দল অভিবাসীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানায়নি।
জোহরবারু প্রদেশের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার সময় উপকূল থেকে প্রায় ২০ মিটার দূরে ডুবে যাওয়ার আগে ৬০ জনকে বহনকারী নৌকাটি দেখা যায়। চারজন নারী ও ছয়জন পুরুষের মৃতদেহ তীরে ভেসে আসে। এ সময় ২ জন পুরুষ ও দুইজন নারীকে উদ্ধার করা হয়। নৌকার থাকা আরো ৪৬ জন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে তিনি বলেন।
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল নুরুল হিজাম জাকারিয়া বলেন, বিরুপ আবহাওয়ার কারণে নৌকা ডুবে যাওয়ার আগে হতাহতরা অবৈধভাবে মালয়েশিয়ার জলসীমায় ঢুকেছিলো বলে ধারনা করা হচ্ছে। উদ্ধারকারি দল এ ঘটনায় নিখোঁজ অভিবাসীদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।