ভারতের বিধান সভায় দাঁড়িয়ে এক বিধায়ক বলেছেন, ‘ধর্ষণ যখন অনিবার্য’ তখন শুয়ে পড়ুন এবং তা উপভোগ করুন। কিছুই যখন করার নেই তখন আপনি যে অবস্থানে আছেন সেটাই সঠিক’। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস
এই বিধায়ক হচ্ছেন কর্নাটক রাজ্যের সাবেক স্পিকার ও কংগ্রেস নেতা কে আর রমেশ রাও।
কর্ণাটক বিধানসভায় এই বক্তব্য রাখার সময় হাসির রোল ওঠে গোটা বিধান সভায়।তার নিজ দল কংগ্রেস অবশ্য তাদের ওই নেতার বক্তব্য খারিজ করে দিয়েছেন। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ‘অগ্রহণযোগ্য আচরণ হিসেবে টুইটারে লিখেছেন।
অন্যদিকে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান রেখা শর্মা বলেন, বিধানসভায় বসে যদি এই মন্তব্য করেন, তাহলে নারীদের প্রতি কেমন আচরণ করবেন?
এর পরে কে আর রমেশ রাও তার ‘যখন ধর্ষণ এড়ানোর কোনও উপায় থাকেনা, তখন মেয়েরা হৈচৈ না করে তা উপভোগ কেন করেনা’ বক্তব্যের জন্য টুইট করে ক্ষমা চেয়েছেন।