আরোহীদের আনন্দ দেওয়ার জন্য ঘুরতে গিয়ে অস্ট্রেলিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ৪ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, বিমানটির ৬৯ বছর বয়সী পাইলট ওই ৩ আরোহীকে নিয়ে রোববার সকালে দেশটির ব্রিসবেন এলাকায় ঘুরতে গিয়ে উউড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি পূর্ব উপকূলীয় সাগরে পড়ে বিধ্বস্ত হয়।
বিমানটির একজন পুরুষ আরোহী ও দুই শিশুর পরিচয় শনাক্তের চেষ্টায় কাজ করছে পুলিশ। ঘটনাটিকে ‘শোচনীয় দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন পুলিশ পরিদর্শক ক্রেগ হোয়াইট।
রয়টার্স জানিয়েছে, কয়েকটি ছবিতে রকওয়েল ইন্টারন্যাশনাল এয়ারক্রাফটটিকে মোরেটন উপসাগরে উল্টে পড়া অবস্থায় ভাসতে দেখা গেছে।