দক্ষিণ আফ্রিকার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু(৯০) বছর বয়সে আজ মৃত্যুবরণ করেছেন।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের বিরুদ্ধে তাঁর অবদান অপরিসীম।
কিংবদন্তীতুল্য আধ্যাত্মিক নেতা, বর্ণবাদ শাসনবিরোধী যোদ্ধা এবং বিশ্ব মানবাধিকার আন্দোলনের নেতা’ ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
তিনি ১৯৪৮ সাল হতে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বৈষম্যমূলক বর্ণবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ বিশ্বের অনেক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।