নতুন বছরের শুরুতেই ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিখ্যাত মাতা বৈষ্ণদেবী মন্দির এলাকায় পদদলিত হয়ে ১২ পুণ্যার্থী মারা গেছেন। এসময় আহত হয়েছে্ন আরও ২০ জন।
শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন বছরে জম্মু থেকে ৫০ কিলোমিটার দূরে ত্রিকূট পাহাড়ের ওপর অবস্থিত বৈষ্ণদেবীর মন্দিরে পূজা দিতে আসা বহু ভক্ত মন্দির চত্বরে ভিড় জমালে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে দূর্ঘটনাটি ঘটে।
পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) মুকেশ সিং বলেছেন, মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় ১২ জন নিহত হওয়ার পাশাপাশি আরো প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকের অবস্থা গুরুতর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তির প্রত্যেকের পরিবারকে দুই লাখ ও আহতদের প্রত্যেক কে ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষনা দিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহার সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার কথা বলা হয়েছে। এতে আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করা হচ্ছে বলেও জানানো হয়।