আলজাজিরার খবরে বলা হয়েছে আফগানিস্তানে পাকিস্তানের টিটিপি জ্যেষ্ঠ নেতা খালিদ বাল্টি নিহত হয়েছেন।
তিনি নিষিদ্ধঘোষিত তেহরিক-ই তালিবান সংগঠনটির সাবেক মুখপাত্র ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা এটি নিশ্চিত করে বলেন বাল্টি কিভাবে নিহত হয়েছেন সেই তথ্য জানার চেষ্টা করছি।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টিটিপি নেতা বাল্টি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। তবে এতে পাকিস্তান নিরাপত্তাবাহিনীর কোনো হাত রয়েছে কিনা সেটা জানা যায়নি। এছাড়া গণমাধ্যমগুলো কোন মাধ্যম থেকে এ তথ্য পেয়েছে সেটাও নিশ্চিত করতে পারে নি।