মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মরদেহের পাশেই কার্বলিক অ্যাসিড পান করে তিন ভাই-বোন আত্বহত্যা করতে চাইলেও বেঁচে গেছেন এক বোন। মায়ের পাশেই মারা গেছেন দুই ভাই।
মৃত মা গীতা কর (৯০), দুই পুত্র জয়ন্ত কর( ৬৫) ও বিপ্লব কর (৬৩ )।
বোন মায়া কর (৫৭ ) হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শোকাতুর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের বার্নপুরে।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বার্নপুরের স্টেশন রোডে পরিত্যক্ত বাসভবন থেকে ৩ টি মৃতদেহ ও ১ টি অচেতন মেয়ে কে উদ্ধার করে পুলিশ।
পুলিশ এসময় একটি সুইসাইড নোট ও কার্বলিক এ্যসিডের বোতল উদ্ধার করে পুলিশ। সুইসাইড পুলিশ বলছে, নোটে লেখা ছিলো- স্বেচ্ছায় তারা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর কারণ হিসাবে দায়ী করেছেন, মা ছিল তাদের অন্তপ্রাণ। তাই তিন ভাইবোন বিয়ে করেননি। মায়ের মৃত্যুর পর নিজেরা আর বাঁচতে চান না। তাই আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন।
প্রতিবেশীরা জানায়, এদিন সারাবেলা বাড়ির দজা বন্ধ দেখতে পেয়ে সন্দেহবশত হীরাপুর থানায় খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
সেখানে বোন মায়া করের শরীরে হৃদস্পন্দন পাওয়ায় তাকে দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এখন চিকিৎসাধীন তিনি। প্রাথমিক অনুমান, খাবারের সঙ্গে কার্বলিক অ্যাসিড মাখিয়ে খেয়ে সবাই আত্মহত্যার চেষ্টা করেন।