করোনা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরার অপরাধে এবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক পুলিশ সদস্য।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা অঞ্চলে। সেখানে মাস্ক না পরে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ওই পুলিশ সদস্যকে আটক করে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে গেছেন দেগঙ্গা থানার আরেক পুলিশ সদস্য।
ভারতের বিভিন্ন রাজ্যে মাস্ক পরা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম আমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুত্র- আনন্দবাজার পত্রিকা