পাঁচশো রুপির নোট নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন কেরালার কোট্টয়মের বাসিন্দা পেশায় রংমিস্ত্রি সদানন্দন ওলিপারাম্বিল। কিন্তু দোকানি খুচরা না দেওয়ায় মহা বিড়ম্বনায় পড়েন তিনি। খুচরা করার জন্য কিছু টাকা দিয়ে লটারি কিনেছিলেন তিনি।
বিকাল হতেই এলাকায় হইহই পড়ে যায়। কেননা, ওই এলাকা থেকেই লটারির প্রথম পুরস্কার জিতেছেন একজন। কিন্তু বিজয়ী কে সেটা তখনও কেউ জানতে পারেননি। এই খবর সদানন্দনের কানে পৌঁছালে তিনি লটারির দোকানে যান।
তখনও সদানন্দন আঁচ করতে পারেননি, যাকে নিয়ে এত হইচই সেই ব্যক্তি তিনি নিজেই। লটারির দোকানে টিকিটের নম্বরটা মেলাতেই আঁতকে ওঠেন সদানন্দন। দেখেন তার কেনা টিকিটেই ১২ কোটি রুপির প্রথম পুরস্কার জিতেছে। ১২ কোটি রুপি জিতলেও আয়কর কেটে প্রায় সাড়ে সাত কোটি রুপি হাতে পাবেন তিনি। আনন্দবাজার