নওয়াপাড়া পুরাতন বাস স্টান্ড সংলগ্ন রিনজার্স মেকওভার বিউটি পার্লারের শুভ উদ্ভোধন হয়েছে।
সোমবার বিকালে রিনজার্স মেকওভার শুভ উদ্ভোধন অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারি ব্যাচা,উইমেন্স চেম্বারের প্রেসিডেন্ট তনুজা রহমান মায়া, যশোর জেলা বিউটি পার্লার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বাশিরা মোর্শেদ বাশি, যশোর জেলা বিউটি পার্লারের এসোসিয়েশনের সেক্রেটারিরোজি হোসেন, রিনজার্স মেকওভারের পরিচালক নাসরিন সুলতানা লতা, সহ মোঃ তরিকুল ইসলাম বাবু প্রমুখ।