মোবাইলে গেম খেলা নিয়ে মায়ের বকুনিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলায়।
নিহত পঞ্চম শ্রেণি পড়ুয়া সুলতানা আক্তার শীলা মনি (১০) উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সাদেক আলীর কন্যা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শীলা বৃহস্পতিবার দুপুরে নিজ শয়ন কক্ষে মোবাইলে গেম খেলছিলো। এ নিয়ে মা বকুনি দিলে মায়ের উপর অভিমানে সে গলায় ফাঁস দেয়। বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোবাইলে গেমস খেলা নিয়ে মায়ের বকুনীতেই সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।