1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের স্থাপনা তৈরির অভিযোগ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

মোংলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের স্থাপনা তৈরির অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২৮৩ জন খবরটি পড়েছেন

মোংলা প্রতিনিধি।।

মোংলায় ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষ প্রভাবশালী একটি গ্রুপের বিরুদ্ধে স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে। পৌর শহরের ৯ নম্বর ওয়াডের্র সিগনাল টাওয়ার এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই স্থাপনা তৈরি করছেন জনৈক রাজিবুল আলিমও মোঃ আকরামুজ্জামান নামের দুই ব্যক্তি। এই দুইজনসহ ১৫ জনকে আসামী করে এরিমধ্যে লুৎফুননাহার নামের এক নারী তার মালিকানা বসতভূমিতে গত ৪ জানুয়ারী আদলতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু সেই নিষেধাজ্ঞাঅমান্য করে ওই নারীর বসতভূমিতে জোরপূর্বক স্থাপনা তৈরি করছেন অভিযুক্ত প্রতিপক্ষরা।

আদালত থেকে জারি করা নিষেধাজ্ঞার আদেশে জানা যায়, পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা মৃত মোঃ ইসমাইলের স্ত্রী লুৎফুননাহারের নামে ৪৯৫৩/৭০ ও ৪৯৫২/৭০ নম্বর রেজিষ্ট্রি কবলা দলিল মূল্যে ক্রয় করা শেহলাবুনিয়ার মৌজার ৪১ দশমিক ৩৭ বসতভূমি রয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের দাপটে তিনি ওই বসতভূমিতে দখলে যেতে পারছেন না। দীর্ঘদিন এই অবস্থায় থাকার পর অসহায় হয়ে একপর্যায়ে তিনি ওই সম্পতির উপর আদলাতের মাধ্যমে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা আনেন। কিন্তু প্রতিপক্ষ স্থানীয় প্রভাবশালী গ্রুপের রাজিবুল আলিম ও মোঃ আকরামুজ্জামান সেই নিষেধাজ্ঞা অমান্য করে গতশুক্রবার দিবাগত রাতে স্থাপনা তৈরি করেন।
এতে ভুক্তভোগি ওই নারীতাদেরকে বাঁধা দিলে তাকে নানা ধরণের হুমকি-ধামকি দেন বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে রাজিবুল আলীম ও আকরামুজ্জামানের বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোনও পক্ষই কিছু করতে পারবেনা। তারপরও কেউ কিছু করতে গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews