মাদারীপুর প্রতিনিধি।।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প অভিযান চালিয়ে মাদারীপুরের আমগ্রাম থেকে দেশীয় মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-৮ বুধবার দুপুরে জানান, র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জমির উদ্দিন আহমেদ এর নেতৃত্বে মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামে অভিযান চালান।
অভিযানে ৩.৭৫০ লিটার দেশিয় মদসহ মাদারীপুর সদর উপজেলার পুরানবাজার কাজীর মোড় এলাকার রাখাল চক্রবর্ত্তীর ছেলে অপূর্ব চক্রবর্ত্তী অর্ককে (২০) আটক করে।
আটকের কাছ থেকে দেশীয় মদসহ মাদক কেনা বেচার কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব আরো জানান, আটক যুবক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলাসহ বিভিন্ন এলাকায় মদসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য কেনা বেচার কার্যক্রম চালিয়ে আসছে।
আসামীকে উদ্ধার করা মদ ও অন্যান্য আলামতসহ রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে রাজৈর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জমির উদ্দিন আহমেদ বলেন, এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।