1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কৃত্রিম বুদ্ধিমত্তা" সম্পন্ন উপগ্রহ নিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয় - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় চতুর্থ ধাপে বিনামূল্যে ৪৬ জন পেলেন চোখের চিকিৎসা শুধু সরকার পতন নয়, ব্যবস্থারও বদল চাই -জুলাই ঘোষণায় ড. ইউনূস নেত্রকোণায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চা দোকানি নিহত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে সরলো দণ্ডিত নেতাদের ছবি ছাত্র জনতার বিজয়ের এক বছর পূর্তিতে শ্যামনগরে বিএনপির বিজয় মিছিল পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলমাকান্দায় চা দোকানি খুন বিশ্বাস, বিনয় ও নিষ্ঠাবান ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জুয়েল শর্মা অন্তর  গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা শেখ হাসিনার প্রতীকী ফাঁসি: এক বছরে বিচার শেষের আহ্বান জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনিসুল, স্বপদে বহিষ্কৃতরাও

কৃত্রিম বুদ্ধিমত্তা” সম্পন্ন উপগ্রহ নিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০০ জন খবরটি পড়েছেন
ছবি-বিবিসি

রিভল্যুশনারি গার্ডের এক কমান্ডার এই তথ্য নিশ্চিত করেছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা” সম্পন্ন একটি উপগ্রহ নিয়ন্ত্রিত মেশিনগান ব্যবহার করে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে ।

গত ২৭শে নভেম্বর তেহরানের কাছে আবসার্ড শহরে কনভয়ের মধ্যে মোহসেন ফখরিযাদেকে গুলি করে হত্যা করা হয়।

রোববার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি স্থানীয় গণমাধ্যমকে জানান, একটি পিকআপের ওপর লাগানো অস্ত্রটি শুধুমাত্র ফখরিযাদেকে টার্গেট করে একাধিক রাউন্ড গুলি চালায়।

এই বিশেষ সক্ষমতার কারণে গোলাগুলির সময় ফখরিযাদের পাশে তার স্ত্রী থাকলেও তিনি কোন আঘাত পাননি।

ইরান এই হামলার পেছনে ইসরায়েল এবং নির্বাসিত বিরোধী গোষ্ঠীকে দোষারোপ করে আসছে।

ইসরায়েল এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার বা অস্বীকার করেনি।

ইরানের আবসার্দ শহরে গাড়িতে করে যাত্রা করার সময় কীভাবে এই বিজ্ঞানীকে গুলি করে হত্যা করা হল তা নিয়ে ইরানের কর্তৃপক্ষ নানা বিতর্কিত বিবরণ প্রকাশ করছে।

হামলার দিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে, ফখরিযাদের দেহরক্ষীদের সাথে বেশ কয়েকজন বন্দুকধারীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

ইরানের একটি প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছিল যে “তিন থেকে চারজন ব্যক্তি, যাদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়, তারা নিহত হন”। নিসান ব্র্যান্ডের একটি পিকআপ ঘটনাস্থলে বিস্ফোরিত হয়েছিল বলেও জানানো হয়।

ফখরিযাদের জানাজায় এক বক্তব্যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান বলেন, অনেক দূর থেকে এই হামলা চালানো হয়েছিল, “বিশেষ পদ্ধতি” এবং “বৈদ্যুতিক সরঞ্জাম” ব্যবহার করে এই হামলা চালানো হয়। তবে তিনি এর চাইতে বেশি কোন ব্যাখ্যা দেননি।

রিভল্যুশনারি গার্ডের উপ-কমান্ডার জেনারেল ফাদাভি রোববার তেহরানে এক অনুষ্ঠানে বলেন যে “নিসান পিকআপের ওপর একটি মেশিনগান লাগানো ছিল, যা ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। ওই মেশিনগানটি ইনটেলিজেন্ট স্যাটেলাইট সিস্টেম অর্থাৎ উপগ্রহ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। যেটা ফখরিযাদের ওপর জুম ইন করে হামলা চালায়।”।

তিনি বলেন, “মেশিনগানটি ফখরিযাদের মুখের দিকে এমনভাবে টার্গেট করেছিল যে তার স্ত্রী মাত্র ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি) দূরে থাকা সত্ত্বেও, তিনি গুলিবিদ্ধ হননি”।

জেনারেল পুনরায় উল্লেখ করেন যে, “ঘটনাস্থলে কোনও মানব হামলাকারী উপস্থিত ছিল না।”

তিনি বলেন, হামলার সময় মোট ১৩টি গুলি ছোঁড়া হয় এবং সমস্ত গুলি নিশান পিকআপের ওপর বসানো সেই অস্ত্র থেকে ছোঁড়া হয়েছিল”।

ওই ঘটনায় ফখরিযাদের নিরাপত্তা প্রধানের মাথায় চারটি গুলি লাগে। কারণ তিনি বিজ্ঞানীকে বাঁচাতে তার ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন”। বিবিসি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews