1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
মেট্রোরেলের ৮টি কোচ ও ৪ ইন্জিন মোংলা বন্দরে পৌঁছেছে  - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

মেট্রোরেলের ৮টি কোচ ও ৪ ইন্জিন মোংলা বন্দরে পৌঁছেছে 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮০ জন খবরটি পড়েছেন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

মেট্রোরেলের আরো ৮ টি কোচ/বগি ও ৪ টি ইন্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি হরিজন-০৯। গত ১লা ফেব্রুয়ারী জাপানের কোবে বন্দর থেকে ৮ম চালানের এ মালামাল নিয়ে ছেড়ে এসে সোমবার বেলা ১১ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। 

বিদেশী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান জানান, সোমবারের ৮ম চালানের মধ্যে রয়েছে ৮ টি কোচ ও ৪টি ইন্জিনসহ ৪৪ প্যাকেজের ৪৮৮ মেট্টিক টন ওজনের মেশিনারী সরঞ্জামাদি। তিনি আরো বলেন,  সোমবার দুপুর থেকেই এ মালামাল খালাস শুরু হয়েছে। এরপর নদী পথে এসব নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত ৮টি চালানে মেট্রোরেলের ৪৮টি কোচ/বগি ও ২৪টি ইন্জিন এসেছে। এর আগে ৭টি চালানো ৪০টি কোচ/বগি ও ২০টি ইন্জিন এ বন্দর দিয়ে খালাসের পর তা উত্তরার দিয়াবাড়ী ডিপোতে পাঠানো হয়। সেসব কোচ/বগি সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews