বিডিটেলিগ্রাফ ডেক্স।।
মালয়েশিয়ার নারী ও পরিবারবিষয়ক মন্ত্রী সিতি জাইলাহ মোহাম্মদ ইউসোফ স্বামীদের এও পরামর্শ দেন যদি স্ত্রীরা তাদের কথা না শোনেন তাহলে তাদের থেকে তিনদিন পৃথক কক্ষে ঘুমানোর। এতে কাজ না হলে স্ত্রীকে মারধরের কথাও বলেন তিনি।
মন্ত্রীর এ বক্তব্যে মালয়েশিয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে মন্ত্রী বলছে নারী, পরিবার ও সম্প্রদায়ের উন্নয়নে এবং গৃহ সন্ত্রাস ঠেকাতে এটি জরুরি। স্বামীদের দেখানো উচিত সে কতটা শক্তিশালী ও তিনি তার স্ত্রীর আচরণ কতটা পরিবর্তন করতে চান।
দুই মিনিটের ইনস্টাগ্রাম ভিডিওতে ‘মাদারস টিপস’ নামে এ পরামর্শে ওই মন্ত্রী প্রথমে স্ত্রীদের শৃঙ্খলায় ফিরিয়ে আনার চেষ্টা করতে বলেন। এতে কাজ না হলে পৃথক কক্ষে ঘুমানো এবং তাতেও কাজ না হলে মারধরের পথ বাৎলে দেন। ডেইলি মেইল