এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম ।।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা কচাকাটা থানা পুলিশ ৩২ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতারে করেছে।
আজ ১৮ ই ফেব্রুয়ারী শুক্রবার আনুমানিক বিকাল ৫ঃ৩০ ঘটিকায় কচাকাটা থানা পুলিশ ৩২ পিস ইয়াবাসহ হাতেনাতে ঐ ইয়াবা ব্যবসায়ীকেগ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী থানার সদর ইউনিয়নের শোভারকুটী গ্রামের মোঃ হাশেম আলীর পুত্র,মোঃ গোলাম সারোয়ার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ওসি মোঃ জাহেদুল ইসলাম জানান,গ্রেফতারকৃত গোলাম সারোয়ার একজন মাদক ব্যবসায়ী। দির্ঘদিন যাবৎ সে এই ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশের একটি দল,থানার কচাকাটা ইউনিয়নের ইন্দ্রগড় ব্যাপারীটারী গ্রাম হতে,ইয়াবা সহ হাতে নাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে।প্রাথমিক কার্য শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।