1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ইবি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি মোরশেদ, সম্পাদক নাহিদ - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ইবি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি মোরশেদ, সম্পাদক নাহিদ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

ইবি প্রতিনিধি।।

রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি’র ২০২২-২৩ রোটাবর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা. মোজাহিদুল ইসলাম মোরশেদ সভাপতি এবং ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা. মুনজুরুল ইসলাম নাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে বিশ্ব বিদ্যালয়ের টিএসসিসিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে ক্লাবের সদস্যরা সরাসরি ভোট প্রদান করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ক্লাবের সাবেক সহ-সভাপতি রোটা. আরিফুজ্জামান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রোটা. রাইহান বাদশা রিপন ও সাবেক সার্জেন্ট এট আর্মস রোটা. তাসমিমা আলম রিতু।

নির্বাচন ও ফল ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের মডারেটর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম জুয়েল। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি রোটা. মোস্তফা জোবায়ের আলম ও রোটা. মোর্শেদ হাবিব। নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সভাপতি রোটা. আখতার হোসেন আজাদ।

নির্বাচনে সভাপতি পদে অন্য প্রার্থী ছিলেন বর্তমান সেক্রেটারী আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা. জামিউল ইকবাল। সাধারণ সম্পাদক পদে অন্য প্রার্থীরা হলেন ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা. জিয়াউর রহমান আরিয়ান এবং ক্লাবের সার্জেন্ট এট আর্মস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ বিভাগের শিক্ষার্থী রোটা. আবু তালহা আকাশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews