বেনাপোল(যশোর)প্রতিনিধই।।
“বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় জাতীয় বীমা দিবস-২০২২ পালিত হয়েছে। প্রতিবছর ১ মার্চ দিবসটি সারাদেশে একযোগে পালিত হয়।
মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বীমার সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন ব্যানারে একটি র্যালী গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান,আইসিটি অফিসার আহসান হাব্বিসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।