শালিখা ( মাগুরা ) প্রতিনিধি।।
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । রবিবার( ৬ মার্চ ) রাত আনুমানিক ২ টার দিকে বিদ্যুত শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকানীরা জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোববার রাত ২ টার দিকে রবিউলের মুসলিম মিষ্টান ভান্ডারে বিদ্যুত শর্ট সার্কিট থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে পাশের আরও ২ টি মিষ্টির দোকান এবং ১ টি ইলেক্টিকস সামগ্রীর দোকাকে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শী সীমাখালী বাজারে অবস্থানরত শামছুর রহমান জানান, মিষ্টির দোকানে আগুন লাগার পর মাগুরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রন করেন। আগুন নিয়ন্ত্রণের পরে দেখা যায় ৪ টি দোকানে সব মালামাল পূড়ে কয়লা হয়ে গেছে।
আগুনে পূড়ে যাওয়া মুসলিম মিষ্টান ভান্ডারের মালিক রবিউল ইসলাম জানান, তার দোকানে ৩ টি ফ্রিজ, ৪ আলমারী, দোকানে থাকা মিষ্টি ও দইসহ আনুমানিক ১৫ লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে।
অপর এক দোকানদার আজিজুর রহঅমান বলেন, তার দোকানের ১ টি ফ্রিজ,৩ টি আলমারীসহ প্রায় ৪ লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে।
অন্যদিকে ক্ষতিগ্রস্থ দোকানদার আলাউদ্দীন জানান, তার ১ টি ফ্রিজ, ৪ টি আলমারীসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ইলেক্টিকস সামগ্রী বিক্রেতা দোকানদার লিটন হোসেন বিডিটেলিগ্রাফ ২৪ ডটকম কে জানান, তার দোকানে মাত্র কয়েকদিন আগে যশোর থেকে ক্রয়কৃত ৩ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম, ফ্যান, বাতিসহ সবধরনের মালামাল পুড়ে গেছে। আগুন আমাকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে । আমি কী করে ব্যবসা দাঁড় করে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকব। আগুনে আমার প্রায় ১০ লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে।
মাগুরা ফায়ার স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার বলেন,আমরা রাত আনুমানিক ২:২ মিনিটের সময় খবর পেয়েই রওয়ানা দিয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় ৩০ মিনিটির মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আস্তে সমর্থ হয়েছি। আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।