বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি… রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতির প্রথম জানাজা শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
আগামীকাল রোববার সকাল ১০ টায় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আগামীকাল দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।