ডেস্ক রিপোর্ট।।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার আক্রমণ শুরুর পর প্রথমবারের মতো রাজধানীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করলো দেশটি। ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা ওকেকসি আরেস্তোভিচ জানান, এই সপ্তাহে ওই এলাকা থেকে রুশ বাহিনী প্রত্যাহার করার পর থেকে ৩০টিরও বেশি শহর ও গ্রাম পুনরায় দখলে করেছেন তাদের সেনারা।
জেলেনেস্কি বলেছেন , রুশ সেনাবাহিনী কিয়েভ ছেড়ে পিছু হটলেও দখলকৃত এলাকাগুলোতে ল্যান্ড মাইন রেখে যাচ্ছে।
রুশ বাহিনী কিয়েভের ওইসব এলাকা ছেড়ে যাবার পর অসংখ্য বেসামরিক মানুষের মৃতদেহ, ধ্বংস হওয়া রাশিয়ান ট্যাংক এবং অবিস্ফোরিত রকেট রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে, গত পাঁচ সপ্তাহের লড়াইয়ে কিয়েভের আশেপাশের শহরগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব দিকে যুদ্ধের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে। রয়টার্স